১৬ ডিসেম্বর যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:২০ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীসহ বিশিষ্ট ব্যক্তিরা। এ কারণে স্মৃতিসৌধ এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।
শুক্রবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়ার এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়েছে, সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ অনুষ্ঠানে সুষ্ঠু গমনাগমন নিশ্চিত করতে শনিবার (১৫ ডিসেম্বর) সাড়ে ৩টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ঢাকা থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এজন্য বাস, মিনিবাস, ট্রাক, লরীসহ বড় গাড়িচালক/ব্যবহারকারীকে নিম্নরূপে বিকল্প সড়কে চলাচল করতে অনুরোধ করা হলো।
বিকল্প সড়ক
১। গাবতলী-আমিনবাজার ব্রিজ সাভার-নবীনগর রোড পরিহার করে বিকল্প রাস্তা হিসেবে ঢাকা এয়ারপোর্ট রোড-আব্দুল্লাহপুর ক্রসিং-আশুলিয়া সড়ক হয়ে চলাচল করবে।
২। আরিচা/পাটুরিয়া থেকে সাভার-আমিনবাজার হয়ে ঢাকাগামী উক্ত যানবাহন নবীনগর বাজার থেকে বাইপাইল-আশুলিয়া হয়ে ঢাকায় প্রবেশ করবে।
৩। টাঙ্গাইল থেকে আশুলিয়া হয়ে ঢাকাগামী যানবাহন কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে ঢাকায় প্রবেশ করবে।
