বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫   শ্রাবণ ৩০ ১৪৩২   ১৯ সফর ১৪৪৭

ভারতে ১০ জনকে গুলি করে হত্যার ভিডিও ভাইরাল

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৩৩ পিএম, ২৩ জুলাই ২০১৯ মঙ্গলবার

সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশে জমি নিয়ে সংঘর্ষে প্রকাশ্যে গুলি চালিয়ে ১০ জনকে হত্যা করা হয়। বিষয়টি নিয়ে ভারতের রাজনীতিও বেশ উত্তপ্ত হয়ে ওঠে। ওই গ্রামে যাওয়ার পথে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কাকে আটক করা হয়।

এবার ১০ জনকে গুলি করে হত্যার ওই ঘটনার ভিডি প্রকাশ হয়েছে। গ্রামবাসীর ধারণ করা ওই ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। হত্যাকাণ্ডের দু’টি ভিডিও সামাজিকমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, গণহত্যার ঘটনার মূল অভিযুক্ত গ্রাম প্রধান যজ্ঞ দত্ত ৩২টি ট্রাক্টরে করে ২০০ জন সশস্ত্র ব্যক্তিকে নিয়ে আসে। লাঠি নিয়ে বেশ কয়েকজন দুষ্কৃতি গ্রামবাসীদের ওপর হামলা চালাচ্ছে। ওই বিশৃঙ্খলার মধ্যে গুলির শব্দও শোনা যায়। 

 

এসময় এক ব্যক্তিকে মাটিতে পড়ে থাকতেও দেখা যায়। এক নারী চিৎকার করে বলছে, পুলিশকে খবর দাও, পুলিশকে খবর দাও।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন