রোববার   ২১ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৫ ১৪৩২   ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

নতুন চলচ্চিত্রে পিয়া, নায়ক কে জানেন?

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৫৬ এএম, ২৩ জুলাই ২০১৯ মঙ্গলবার

দেশের জনপ্রিয় মডেল ও উপস্থাপিকা পিয়া জান্নাতুল বিশ্বকাপ ভেন্যু থেকে দেশে ফিরেছেন কয়েকদিন হলো। এরই মধ্যে বড় পর্দার জন্য চুক্তিবদ্ধ হলেন তিনি। রায়হান রাফি পরিচালিত ‘স্বপ্নবাজি’ চলচ্চিত্রে দেখা যাবে তাকে।

এই সিনেমায় পিয়া কাজ করবেন, সেটা আরো আগে থেকে শোনা গুঞ্জন উঠেছিল। কিন্তু চুক্তিবদ্ধ না হওয়ায় নিশ্চিত ছিলেন না কেউই। অবশেষে সোমবার দিবাগত রাতে চুক্তি সম্পন্ন করেছেন এই অভিনেত্রী।

চলচ্চিত্রটি প্রসঙ্গে পিয়া বলেন, একটা সিনেমায় অভিনয় করা অনেক বড় ব্যাপার। ছবিটির গল্প দর্শরা কিভাবে গ্রহণ করবেন সেটা নিয়ে চিন্তিত থাকতে হয়। তবে আমার মনে হয়েছে, এই গল্পটি সবারই ভালো লাগবে।

 

জানা গেছে, স্বপ্নবাজি সিনেমায় পিয়ার বিপরীতে সিয়াম আহমেদকে দেখা যাবে। সেপ্টেম্বরে শুরু হবে এর শুটিং।