শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৮ ১৪৩২   ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে উপরে উঠতে চায় শ্রীলংকা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:২০ এএম, ২৩ জুলাই ২০১৯ মঙ্গলবার

সদ্য বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশ-শ্রীলংকা। বিশ্বকাপের ভেতরই প্রকাশ পায় ওয়ানডে র‍্যাংকিং। সেখানে বাংলাদেশের নিচেই অবস্থান শ্রীলংকার। এবার ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে র‍্যাংকিংয়ে আগাতে চায় শ্রীলংকা।

দলটির প্রধান নির্বাচক আসান্থা ডি মেল মনে করেন, র‍্যাংকিংয়ে উপরে ওঠার সিঁড়ি হিসেবে তামিম-মুশফিকদের ৩-০ ব্যবধানে হারানো জরুরি।

আইসিসি র‍্যাংকিংয়ে আট নম্বরে রয়েছে শ্রীলংকা। দলটির রেটিং পয়েন্ট ৭৯। লংকার চেয়ে ঢের এগিয়ে বাংলাদেশ। ৯০ রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে লাল-সবুজ জার্সিধারীরা।

অবশ্য এ সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলেও র‍্যাংকিংয়ে উপরে ওঠা সম্ভব নয় লংকানদের। তবে রেটিং পয়েন্টে কিছুটা উন্নতি হবে তাদের।

ডি মেল বলেন, এ সিরিজে আমাদের প্রধান লক্ষ্য র‍্যাংকিংয়ে উন্নতি করা। আমরা আট নম্বরে আছি এবং তারা সাত নম্বরে। উপরের স্থান অর্জন করতে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাতে হবে। মইয়ে এক ধাপ উপরে ওঠার দিকেই নজর আমাদের।

চলতি মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হবে বাংলাদেশ-শ্রীলংকা ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ। ২৬ জুলাই হবে সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ গড়াবে ২৮ জুলাই। ৩১ জুলাই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে দুই দল।

সিরিজ শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ-শ্রীলংকা। সব ম্যাচই হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।