শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৮ ১৪৩২   ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

তিন ফরম্যাটে তিন অধিনায়ক পাক দলে!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:১৯ এএম, ২৩ জুলাই ২০১৯ মঙ্গলবার

বিশ্বকাপে ভরাডুবি হয়েছে পাকিস্তান ক্রিকেট দলের। হারের পর হার দেখা। তারপরও টুর্নামেন্টের পাঁচে থেকে বিশ্বকাপ শেষ করেছে পাকিস্তান। তবে ব্যর্থতার পর এবার পরিবর্তন আসছে পাকিস্তান ক্রিকেটে। ফরম্যাট অনুযায়ী আলাদা নেতৃত্বের কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ মাসের শেষ দিকেই এমন সিদ্ধান্ত হওয়ার কথা বোর্ড সভায়।

পাকিস্তানের এক মুখপাত্র সুত্রে জানা যায়, ‘আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানকে ৮টি টেস্ট খেলতে হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায়। তাই টেস্টে পারফরম্যান্স উন্নয়নে খুব করে ভাবছে পিসিবি’। আর এমন ভাবনা থেকেই ফরম্যাট অনুযায়ী আলাদা কোচ নিয়েও এগুনোর কথা ভাবছে তারা।

কিছুদিন আগে বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর ওয়াসিম খান দেখা করেছেন ক্রিকেট কমিটির সদস্য ও সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের সঙ্গে। আকরাম তাদের পরামর্শ দিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সীমিত ওভারে সরফরাজ আহমেদকে অধিনায়ক ও মিকি আর্থারকে কোচ হিসেবে রাখতে।

এমনটি বলার কারণ, তাদের অধীনে সীমিত ওভারের ক্রিকেটে সাফল্য আছে পাকিস্তানের। ওয়ানডেতে ৬ নম্বরে আছে সরফরাজরা। টি-টোয়েন্টিতে আছে এক নম্বরে।

তবে সরফরাজ আহমেদ ও মিকি আর্থার আড়াই বছরে টেস্ট ফরম্যাটে সেভাবে সাফল্য পাননি। তাই বিকল্প ভাবতেই হচ্ছে পিসিবিকে। তেমনটি হলে আজহার আলী হয়তো টেস্টের নেতৃত্বে আসতে পারেন!