বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ অনিশ্চিত
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৪৯ এএম, ২৩ জুলাই ২০১৯ মঙ্গলবার

বোর্ড পরিচালনায় সরকারের হস্তক্ষেপের কারণে জিম্বাবুয়ের সদস্য পদ স্থগিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। জিম্বাবুয়ের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য নির্বাসনে চলে গেছে। আর এর প্রথম ধাক্কা লেগেছে বাংলাদেশে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজে।
আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে একটি টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ হওয়ার কথা ছিল জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে। কিন্তু আইসিসি জিম্বাবুয়েকে সাময়িক বরখাস্ত করায় সেটি আর হচ্ছে না।
অবশ্য এটা জানাই ছিল, আইসিসির ওই বহিষ্কারাদেশের পর জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ামক সংস্থার কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারবে না। জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) এক বিবৃতিতে জানিয়েছে, তারা আসছে মৌসুমে আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম বা ঘরোয়া কোনো প্রতিযোগিতারও আয়োজন করতে পারবে না।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্য বলেছিল, বাংলাদেশে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজটি খেলতে আসার সিদ্ধান্তের বিষয়টি তারা জিম্বাবুয়ে বোর্ডের ওপরই ছেড়ে দিয়েছে। শেষ পর্যন্ত জিম্বাবুয়ে না এলে সিরিজটি দুই দলেরই হবে।