যেভাবে ঘরে তৈরি করবেন নিরাপদ পেট্রোলিয়াম জেলি
নিউজ ডেক্স
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:৩৫ এএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

একসময় পেট্রোলিয়াম জেলি সহজলভ্য ছিল না। মানুষ ত্বকের যত্নে তেল ব্যবহার করত। নারিকেল ও সরিষার তেলই একসময় বহুল প্রচলিত ছিল। তবে আধুনিক নাগরিক জীবনে মানুষ এখন বিভিন্ন ব্র্যান্ডের সুগন্ধি পেট্রোলিয়াম জেলিই ব্যবহার করেন। কিন্তু এই পেট্রোলিয়াম জেলি আমাদের ত্বকের জন্য কতটা নিরাপদ?
কয়েকটি রাসায়নিক উপাদানের সমন্বয়ে তৈরি পেট্রোলিয়াম জেলি। এর প্রধান উপাদান হলো- হাইড্রোকার্বন যা হলো হাইড্রোজেন ও কার্বনের যৌগ বা অণু । আমরা যে মিথেন গ্যাস জ্বালাই, সেটি হাইড্রোকার্বন। গাড়িতে যে পেট্রল, অকটেন ইত্যাদি ব্যবহৃত হয় সেগুলোও হাইড্রোকার্বন। খাবারের তেল এমনকি মোমও হাইড্রোকার্বন। পেট্রোলিয়াম জেলিতে বিভিন্ন ধরনের হাইড্রোকার্বন অণু থাকে। সেগুলোতে কার্বন সংখ্যা প্রায় পঁচিশ বা তারও অধিক। আর এইসব রাসায়নিক হাইড্রোকার্বনের মাধ্যমেই তৈরি আমাদের ত্বকে ব্যবহৃত পেট্রোলিয়াম জেলি।
পেট্রোলিয়াম জেলির রাসায়নিক উপাদানগুলো আপনার ত্বকের ছিদ্রগুলোর ওপর আস্তরণ তৈরি করে ত্বককে আর্দ্ররটা থেকে রক্ষা করে। কিন্তু অনেক সময় ধরে ব্যবহারের কারণে এটি ত্বকের ক্ষতিও করতে পারে ।
তাই রাসায়নিক উপাদন ব্যবহার না করে ঘরে বসে প্রাকৃতিক উপাদান দিয়েই তৈরি করে নিতে পারেন আপনার প্রয়োজনীয় পেট্রোলিয়াম জেলি। এখানে আমরা দেখিয়েছি কোনরকম পেট্রোলিয়াম জেলি ব্যবহার না করে ঘরের সহজলভ্য উপাদান দিয়ে কিভাবে ভ্যাসলিন তৈরি করবেন।
পেট্রোলিয়াম জেলি তৈরিতে যা যা উপাদান লাগবে?
প্রথমেই আপনাকে হাতের কাছে কয়েকটি উপাদান গুছিয়ে রাখতে হবে- তা হলো
২ টেবিল চামচ বিস ওয়াক্স
১/৮ কাপ অলিভ অয়েল
১/৪ কাপ নারিকেল তেল
টি ট্রি অয়েল কয়েক ফোটা
যেভাবে তৈরি করবেন:
ছোট একটি সসপ্যানে পানি নিয়ে তাতে একটি পাত্র বসিয়ে নিন। ছোট পাত্রটির মধ্যে নারকেল তেল এবং বিস ওয়াক্স দিয়ে মৃদু আঁচে গরম করুন। এবং নারিকেল তেল ও বিস ওয়াক্স ভালোভাবে মিক্স হয়ে গেলে তা নামিয়ে রাখুন। এরপর সেটার সাথে অলিভ অয়েল এবং টি ট্রি এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন।
সমস্ত উপাদানগুলো ভালোভাবে মিশে গেছে কিনা তা একবার দেখে নিন। এরপর কিছুক্ষণ ঠাণ্ডা হওয়ার জন্য অপেক্ষা করুন । যখন দেখবেন ঠাণ্ডা হয়ে ক্রিমের মতো দেখতে হয়েছে তখনই বুঝে যাবেন আপনার ঘরে তৈরি পেট্রোলিয়াম জেলি প্রস্তুত।
প্রস্তুতকৃত এই ভ্যাসলিনকে সংরক্ষণের জন্য পরিষ্কার কাঁচের কৌটাতে রাখতে পারেন। এটি নিশ্চিন্তে ৪ থেকে ৫ মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন। সূত্র: ফেবহাও ডট কম