এবার খেলোয়াড়কে গণপিটুনির ভিডিও ভাইরাল
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৪৫ এএম, ২৩ জুলাই ২০১৯ মঙ্গলবার

ভারতের এক খেলোয়াড়কের প্রকাশ্যে গণপিটুনি দেয়া হয়েছে। আর সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। আর এই ঘটনায় জড়িত সন্দেহে এরই মধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ খবর জানিয়েছে ভারতের প্রভাবশালী গণমাধ্যম সংবাদ প্রতিদিন।
ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্যঅনুসারে ভারতের উত্তরপ্রদেশের বাঘপথের জাতীয় পর্যায়ের খেলোয়াড় দেবাংশ রানা জানান, কয়েকজন যুবকের দাবি তিনি নাকি তাদের এক বন্ধুকে হুমকি দিয়েছেন। আর সেই কারণেই সোমবার রাস্তায় ফেলে তাকে মারধর করা হয়।
তিনি বলেন, আমি তখন কাজে বেরিয়েছিলাম। আচমকাই আমার রাস্তা আটকে দাঁড়ায় চার দুস্কৃতি। তারপরই সবাই মিলে আমাকে বেধড়ক পেটাতে থাকে। তাদের দাবি আমি নাকি কোনো এক বন্ধুকে হুমকি দিয়েছি। তারই প্রতিশোধ নিতে পেটানো হচ্ছে। তাদের মধ্যে একজন মোবাইলে ঘটনাটি ভিডিও রেকর্ড করে। তারপর সেটি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায়।
আহত দেবাংশ রানা পুলিশের কাছে অভিযোগ করেছেন। এরই মধ্যেই চার অভিযুক্তর মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, ঘটনায় লিখিত অভিযোগ করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। চতুর্থ অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
দেবাংশের বাবা দশেন্দ্র রানা জানান, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি দেখেই তিনি প্রথম ঘটনাটি জানতে পারেন। দিনে দুপুরে এমন ঘটনা ঘটায় আতঙ্কিত দেবাংশ রানা এবং তার পরিবার। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন।