পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৪৩ এএম, ২৩ জুলাই ২০১৯ মঙ্গলবার

আসছে বছরের শুরুতেই পাকিস্তান সফর রয়েছে বাংলাদেশের। এরই মধ্যে আগামী চার বছরের সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেখানে দেখা যাচ্ছে, ২০২০ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ খেলবে তারা।
এবারের বিশ্বকাপে প্রথম টানা হারের পর টানা জয়ে সমর্থকদের আশা দেখিয়েছেল পাকরা। সেমিফাইনালে খেলার সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত পঞ্চম স্থানে থেকে ২০১৯ আসর শেষ করেছে তারা। তাদের চোখ এখন সামনে। তাই এরইমধ্যে আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুসারে, ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত সূচি নির্ধারণ করেছে পিসিবি।
আগামী মাস থেকে শুরু হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ। এর নিয়ম অনুযায়ী, এ চার বছরে প্রতিটি দলকেই অন্তত একবার করে একে অপরের ভূখণ্ডে গিয়ে খেলতে হবে। হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজে অংশ নিতে হবে।
ভেন্যু এখনো চূড়ান্ত না হলেও ওই সফরে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে টাইগাররা।