দলের বাজে পারফর্মেন্সে মাঠেই কোচের হার্ট অ্যাটাক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৩৯ এএম, ২৩ জুলাই ২০১৯ মঙ্গলবার

ম্যাচ মাত্র শুরু হয়েছে। প্রথমার্ধের ২০ মিনিটের খেলা শেষ। কিন্তু মোটেও ভালো খেলছিল না ইউজেনি নেগুর শিষ্যরা। শিষ্যদের বাজে পারফরম্যান্স দেখেই হার্ট অ্যাটাক হয়ে গেল রোমানিয়া ঘরোয়া ফুটবল লিগা ওয়ানের দল ডায়নামো বুখারেস্টের কোচ নেগুর!
৫১ বছর বয়সী নেগু চলতি মৌসুমে রোমানিয়া ঘরোয়া ফুটবল লিগা ওয়ানের দল ডায়নামো বুখারেস্টের কোচের দায়িত্ব নিয়েছেন। সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্রায়োভার মুখোমুখি হয় ডায়নামো। ম্যাচের শুরু থেকেই ডায়নামোর খেলোয়াড়রা ধুঁকছিলেন। আর বেঞ্চে বসে নীরবে নিজ দলের খেলা দেখে যাচ্ছিলেন দলের কোচ নেগু।
ম্যাচের ২৫তম মিনিটে হঠাৎ বুক চেপে ধরেন নেগু। মেডিকেল টিম বুঝতে পারে তার হৃদযন্ত্রে সমস্যা হচ্ছে। দেরি না করে নিকটস্থ ফ্লোরেস্কা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ডায়নামোর কোচকে। সেখানে হার্টে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি।
নেগুর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। ডাক্তাররা জানিয়েছেন, আগামী কয়েকদিন বিশ্রামে থাকতে হবে তাকে। তবে পুরোপুরি সুস্থ হতে বেশ কিছুদিন লেগে যাবে। একটা ব্যাপার সবাইকে অবাক করেছে সেটা হলো জ্ঞান ফেরার পর নেগুর প্রথম কথা ছিল, ‘ম্যাচের ফলাফল কী?’ তখন কেউ অবশ্য তাকে ফল জানায়নি। কারণ ম্যাচটা ২-০ গোলে হেরে যায় ডায়নামো।