বুধবার   ১৪ জানুয়ারি ২০২৬   মাঘ ১ ১৪৩২   ২৫ রজব ১৪৪৭

চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে চায় সংযুক্ত আরব আমিরাত

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৩৫ পিএম, ২২ জুলাই ২০১৯ সোমবার

চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে চায় সংযুক্ত আরব আমিরাত। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াংয়ির সঙ্গে  বৈঠকে এই আগ্রহ প্রকাশ করেছেন দেশটির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান।

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় আমিরাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি। 

সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি, সংস্কৃতি, শিক্ষাসহ বিভিন্ন খাতে চীনের সঙ্গে যৌথ বিনিয়োগের আগ্রহও প্রকাশ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। জানান, এর মাধ্যমে আরব আমিরাত ও চীনের মধ্যে দীর্ঘদিনের ব্যবসায়িক অংশীদারিত্ব আরো সমৃদ্ধ হবে।