মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

টোকিও অলিম্পিকে হাইড্রোজেন জ্বালানি

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:২২ এএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

২০২০ সালে টোকিও অলিম্পিক ও প্যারা অলিম্পিক গেমসের আয়োজকরা, অলিম্পকের মশাল প্রজ্জ্বলনের জন্য হাইড্রোজেন জ্বালানি ব্যবহারের পরিকল্পনা করছেন। জাপানি সংবাদমাধ্যমের উদ্ধৃতি দিয়ে জাকার্তা পোস্ট এ খবর প্রকাশ করেছে। 

যদি এ পরিকল্পনা বাস্তবায়ন করা হয় তাহলে ২০২০ সালে টোকিও অলিম্পিকই হবে প্রথম অলিম্পিক যেখানে বিকল্প জ্বালানি শক্তি ব্যবহার করা হয়েছে। 

জাপানের ফুকুশিমায় হাইড্রোজেন জ্বালানি উৎপন্ন করা হয়। সূত্র জানিয়েছে, সেখান থেকেই জ্বালানি আনা হবে। অলিম্পকে আগত অ্যাথলেটদের জন্য নির্মিত ভিলেজেও হাইড্রোজেন জ্বালানি ব্যবহার করা হবে। এর মাধ্যমে আয়োজক কমিটি দেখাতে চাইছেন, উন্নত প্রযুক্তিতে জাপান কতটা এগিয়ে গেছে।