শ্রীলংকায় টাইগারদের কঠোর নিরাপত্তা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:২২ পিএম, ২২ জুলাই ২০১৯ সোমবার

বিশ্বকাপ শেষ হলেও বিশ্রাম মেলেনি টাইগারদের। দেশে ফিরেই শ্রীলংকা সফরের জন্য ব্যাগ-প্যাক গোছাতে হয়েছে তাদের। এরই মধ্যে লংকায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল।
আর লংকা পৌঁছেই নিরাপত্তা ইস্যুতেই শঙ্কিত ছিল টাইগাররা। কারণ গত ২১ এপ্রিল দেশটিতে সন্ত্রাসী হামলার রেশ এখনো কাটেনি। তাই শ্রীলংকার পক্ষ থেকেও সফরকারী দলের জন্য বেশ বাড়তি সতর্কতা নেয়া হয়েছে।
গত শনিবার বাংলাদেশ দল লংকায় পৌঁছলে তামিম-মুস্তাফিজদের সশস্ত্র মোটর শোভাযাত্রার মাধ্যমে হোটেলে নেয়া হয়। যেখানে আগে থেকেই মোতায়েন রাখা ছিল অস্ত্রধারী নিরাপত্তাকর্মী। ম্যাচ ভেন্যুতেও বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, কলম্বোর প্রেমাদাসা আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ।