বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫   জ্যৈষ্ঠ ১ ১৪৩২   ১৭ জ্বিলকদ ১৪৪৬

বেল ক্লাব ছাড়লে ভালো হয়; সরাসরি বললেন জিদান

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:২০ পিএম, ২২ জুলাই ২০১৯ সোমবার

শিরোপাহীনই কেটেছে রিয়াল মাদ্রিদের গত মৌসুম। এবারো হতাশা দিয়েই মৌসুমের প্রাক পর্বের শুরু। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে বায়ার্ন মিউনিখের কাছে ৩-১ গোলে হেরেছে ১৩ বার চ্যাম্পিয়ন্স লিগজয়ীরা।

তবে হারের চেয়েও রিয়াল শিবিরে আলোচনার কেন্দ্রে এই মুহূর্তে গ্যারেথ বেল। অবশেষে রিয়াল কোচ জিনেদিন জিদান খোলাখুলি জানিয়ে দিলেন, বেল ক্লাব ছাড়লেই তিনি খুশি হবেন।

রোববার বায়ার্নের বিপক্ষে ওয়েলস তারকাকে দলে না রাখায় জল্পনা শুরু হয়ে গিয়েছিল। ম্যাচের পরে সাংবাদিক বৈঠকেই জিদান খোলাখুলি জানিয়ে দিলেন, বেল ক্লাব ছাড়লেই তিনি খুশি হবেন। 

জিদান বলেন, সবচেয়ে ভালো হয়, বেল যদি কালকেই ক্লাব ছেড়ে চলে যায়। বেলের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত সংঘাত নেই। ওর বিরুদ্ধেও আমি নই। কিন্তু পরিস্থিতি এমন যে, ক্লাবের মঙ্গলের জন্যই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। বেলকেও সমস্যাটা বুঝতে হবে।
 
এদিকে ২০২২ সাল পর্যন্ত বেলের সঙ্গে রিয়ালের চুক্তি রয়েছে। কিন্তু বেলকে রাখতে মোটেও রাজি নন জিদান। তিনি আরো বলেন, ওর জন্য ক্লাব খোঁজার কাজ চলছে। এই কারণেই বায়ার্নের বিপক্ষে দলে রাখা হয়েছিল ওকে।