সেভিয়ার বিপক্ষে শেষ মুহূর্তে লিভারপুলের হার
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:১৯ পিএম, ২২ জুলাই ২০১৯ সোমবার

প্রাক-মৌসুম প্রস্তুতিতে সেভিয়ার বিপক্ষে পরাজিত হয়েছে লিভারপুল। যুক্তরাষ্ট্রের বোস্টনে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে সেভিয়ার বিপক্ষে ২-১ গোলে হারে ইংলিশ ক্লাব লিভারপুল।
বাংলাদেশ সময় সোমবার ভোরের ম্যাচে ৩৭ মিনিটে সেভিয়াকে এগিয়ে দেন নলিতো। বাম পাশ থেকে তার ডান পায়ের শটে বল জালে ঢোকে। এই গোলের সাত মিনিট পরই অবশ্য সমতায় ফেরে রেড ডেভিলরা। গোলটি আসে দিভোক ওরিগির কাছ থেকে। সমতা নিয়েই প্রথমার্ধ শেষ হয়।
দ্বিতীয়ার্ধের পুরোটা সময়ই দুদল আক্রমনাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। আক্রমণ পাল্টা আক্রমণে কাটায় দুই দল। তবে কেউই গোল পায়নি। কিন্তু নির্ধারিত সময়ের একেবারে শেষ মিনিটে হতাশ হয় লিভারপুল। ৯০ মিনিটে আলেহান্দ্রো পোজোর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সেভিয়া।