কোহলির নেতৃত্বে উইন্ডিজ সফরে ভারত
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:১৫ পিএম, ২২ জুলাই ২০১৯ সোমবার

বিশ্বকাপ মিশন শেষ করে এবার উইন্ডিজের পথে ভারত ক্রিকেট দল। শোনা যাচ্ছিল যে এই সফরে যুক্ত হবেন না ভারত দলপতি বিরাট কোহলি। সেক্ষেত্রে নেতৃত্ব ওঠার কথা ছিল রোহিত শর্মার কাঁধে। তবে সবাইকে অবাক করে দিয়ে বিরাট কোহলির নেতৃত্বে উইন্ডিজ সফরের দল ঘোষণা করল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া(বিসিসিয়াই)।
রোববার দুপুরে বিসিসিয়াই এর প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ এক সংবাদ সম্মেলনে উইন্ডিজ সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করেন। দলে রয়েছে বেশ কিছু চমক। কোহলিকে নিয়ে ধোঁয়াশা থাকলেও শেষ পর্যন্ত তাকে অধিনায়ক করেই দল পাঠাচ্ছে ভারত।
অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও মহেন্দ্র সিং ধোনিকে সম্পুর্ন সিরিজের জন্যেই বিশ্রাম দেয়া হয়েছে। বিশ্বকাপে ব্যর্থ দীনেশ কার্তিককেও স্কোয়াডে রাখেননি নির্বাচকরা। জাসপ্রিত বুমরাহ শুধুমাত্র টেস্ট সিরিজ খেলবেন। ইঞ্জুরি শেষে দলে ফিরেছে শিখর ধাওয়ান।
উইন্ডিজ সফরের জন্য বেশকিছু নতুন মুখকে রাখা হয়েছে। এরা হলো যথাক্রমে শ্রেয়াস আইয়ার, মনিশ পান্ডে, ওয়াশিংটন সুন্দর এবং নভদীপ সাইনি। টেস্ট স্কোয়াডে রিশাভ পান্টের পাশাপাশি ফেরানো হয়েছে হৃদ্ধিমান সাহাকে।
৩ম্যাচের টি-২০ সিরিজ দিয়ে উইন্ডিজ সফর শুরু করবে ভারত। এরপর যথাক্রমে ৩টি ওয়ানডে ও ২টি টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে তাদের।
ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়াস আইয়ার, মনিশ পান্ডে, রিশাভ পান্ট, ক্রুনাল পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রাহুল চাহার, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, দীপক চাহার, নভদীপ সাইনি।
ভারতের ওয়ানডে স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়াস আইয়ার, মনিশ পান্ডে, রিশাভ পান্ট, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুবেন্দ্র চাহাল, কেদার যাদব, মোহাম্মদ শামী, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, নভদীপ সাইনি।
ভারতের টেস্ট স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), আজিনকা রাহানে, মৈনাক আগারওয়াল, কেএল রাহুল, চেতেশ্বর পুজারা, হনুমা বিহারী, রোহিত শর্মা, রিশাভ পান্ট, হৃদ্ধিমান সাহা, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামী, জাসপ্রিত বুমরাহ, উমেশ যাদব।