ফের আফগানদের কাছে হারলো টাইগাররা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:১৪ পিএম, ২২ জুলাই ২০১৯ সোমবার

হারের বৃত্তে যেনো বন্দি হয়ে গিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হেরেছিল টাইগাররা। হেরেছে দ্বিতীয় ম্যাচেও। ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ তে পিছিয়ে গেল স্বাগতিকরা।
সিরিজের প্রথম ম্যাচে ১০ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছিল আফগানরা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচটি এতো সহজ ছিলো না। ম্যাচের বড় একটা সময় কর্তৃত্ব রাখার পরেও ডেথ ওভারের বোলিং ব্যর্থতায় ৪ উইকেটে হেরে যায় বাংলাদেশ।
শুরুতে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭৮ রান করে বাংলাদেশ। ২৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো ছিলো না আফগানদের। মাত্র ২৮ রানেই প্রথম উইকেট পতন হয় তাদের। ২১ রান করা গুরবাজকে সাজঘরে পাঠান শফিউল ইসলাম। তবে একপ্রান্ত আগলে খেলতে থাকেন ইব্রাহিম। ৪৩ ওভার শেষে আফগানদের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৯৭ রান।
শেষের ৭ ওভারে আফগানিস্তান ‘এ’ দলের প্রয়োজন ছিল ৮২ রান। জয়ের সুবাস পাচ্ছিলো বাংলাদেশ। কিন্তু সাত নম্বরে নামা শরাফুদ্দিন আশরাফকে নিয়ে মাত্র ১৯ বলে ৪৭ রানের জুটি গড়েন ইব্রাহিম। ম্যাচের কর্তৃত্ব নিয়ে নেয় আফগানরা।
এরই মধ্যে ইব্রাহিম তুলে নেন নিজের সেঞ্চুরি। ৪৭তম ওভারের প্রথম বলে ফেরার আগে ১৪৯ বলে ১২৭ রান করেন ইব্রাহিম।
শেষের ৪ ওভারে ৪ উইকেট হাতে রেখে ৩৫ রান করতে হতো আফগানিস্তানকে। কিন্তু টাইগার বোলারদের ব্যর্থতায় ৫ বল আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান।
আগামী ২৪ জুলাই একই মাঠে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচটি খেলবে দুই দল। সে ম্যাচ জিতে গেলে সিরিজ নিশ্চিত হবে আফগানদের। অন্যদিকে সিরিজে নিজেদের আশা বাঁচিয়ে রাখার লক্ষ্যে জিততেই হবে বাংলাদেশ ‘এ’ দলকে।