ভুল স্বীকার করলেও অনুতপ্ত নন ধর্মসেনা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:১৩ পিএম, ২২ জুলাই ২০১৯ সোমবার

ইংল্যান্ড বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ছিল চরম নাটকীয়। উত্তেজনক ম্যাচে বিতর্কের অন্যতম উপাদান ছিল আম্পায়ারিং। লর্ডসের ফাইনালে নিউজিল্যান্ডের ওভার-থ্রোতে বল বাউন্ডারি ছাড়ালে কুমার ধর্মসেনা ইংল্যান্ডকে ৬ রান দেন। অনেকের মত, সেই ১ রান বেশি দেয়ার কারণেই হেরেছে নিউজিল্যান্ড।
এবার সেই ভুল সিদ্ধান্তের বিষয়ে মুখ খুললেন শ্রীলংকান আম্পায়ার কুমার ধর্মসেনা। সানডে টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ধর্মসেনা বলেছেন, ‘টিভি রিপ্লে দেখে সিদ্ধান্ত দেয়া অনেক সহজ। অনেকে অনেককিছু বলতে পারে। পরে রিপ্লে দেখে আমিও মানছি সিদ্ধান্তে আমার ভুল ছিল। কিন্তু আমাদের তো আর আয়েশ করে মাঠে বসে টিভির রিপ্লে দেখার সুযোগ নেই। এ নিয়ে আমার কোনো অনুশোচনাও নেই। আমি যে তখন একটা সিদ্ধান্ত নিতে পেরেছি, সেজন্য আমার প্রশংসা করেছে আইসিসি।’
এছাড়া ম্যাচের আরেক আম্পায়ার মারাইস ইরাসমাসও তাকে ছয় রান দিতে বলেছিল বলে জানান ধর্মসেনা। তার ভাষায়, ‘আইন বলছিল, সিদ্ধান্তের জন্য আমরা থার্ড আম্পায়ারের কাছে যেতে পারবো না। সুতরাং, আমি লেগ আম্পায়ারের সঙ্গে আলোচনা করেছি। যোগাযোগ সিস্টেমের মাধ্যমে অন্য আম্পায়াররা কী বলেছেন সেটা শুনেছি। তারাও তখন টিভি রিপ্লে দেখেননি। সুতরাং, সবকিছু ভেবে চিন্তেই আমি আমার সিদ্ধান্ত দিয়েছি।’
এসব কারণেই অনুতপ্ত নন বলে জানান ধর্মসেনা।