শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৮ ১৪৩২   ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

ওয়ানডেতে তামিম-মুশফিকের ডাবল সেঞ্চুরি!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:১১ পিএম, ২২ জুলাই ২০১৯ সোমবার

ক্রিকেটে পরিসংখ্যানকে গাধার সঙ্গে তুলনা করা হয়। তবে এই পরিসংখ্যান থেকেই নানা মাইলফলকে পৌঁছান ক্রিকেটাররা। নতুন মাইলফলক স্পর্শের সঙ্গে সঙ্গে নতুন উচ্চতায় পৌঁছে যান তারা। এবার তেমনই এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের ২ ক্রিকেটার তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে নামলেই ২০০তম ইনিংস খেলার রেকর্ড স্পর্শ করবেন দুই ব্যাটসম্যান।

তামিম ইকবাল ও মুশফিকুর রহিম দুজনেই এখন পর্যন্ত ১৯৯টি করে ইনিংস খেলেছেন। ব্যাটিং অর্ডার অনুসারে তামিম প্রথম ও মুশফিক দ্বিতীয় বাংলাদেশী হিসেবে মাইলফলক স্পর্শ করতে পারেন। তাদের কাছেই আছেন সাকিব আল হাসান। শ্রীলংকা সিরিজে ছুটিতে থাকা এই টাইগার অলরাউন্ডার এখনো পর্যন্ত ১৯৪ ওয়ানডেতে ব্যাট হাতে নেমেছেন।

ম্যাচের হিসেবে অবশ্য এরইমধ্যে দ্বিশতক করে ফেলেছেন ৪ ক্রিকেটার। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড মাশরাফী বিন মোর্ত্তজার। এখনো পর্যন্ত ২১৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন টাইগার ক্যাপ্টেন। এরপর আছেন ২১৩ ওয়ানডে খেলা মুশফিকুর রহিম। সাকিব ২০৬টি এবং তামিম ২০১টি ওয়ানডেতে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।