বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫   জ্যৈষ্ঠ ১ ১৪৩২   ১৭ জ্বিলকদ ১৪৪৬

ঢাকা ডায়নামাইটসে আসছেন মরগান

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:১০ পিএম, ২২ জুলাই ২০১৯ সোমবার

বিপিএল শুরুর আগেই ঘর গোছানোর ক্ষেত্রে তোড়জোড় শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিরা। তারই ধারাবাহিকতায় নতুন চমক দেখাল ঢাকা ডায়নামাইটস। দিন কয়েক আগেই বিশ্বকাপ জেতা অধিনায়ক ইয়ন মরগানকে দলে ভিড়িয়েছে তারা।

আসন্ন বিপিএলের আসরে প্রথমবারের মতো খেলতে আসবেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। রোববার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে ঢাকা ডায়নামাইটস ফ্রাঞ্চাইজি।

ঢাকা ডায়নামাইটসের প্রধান নির্বাহী ওবায়েদ নিজাম বলেন, ‘সীমিত ওভারের ক্রিকেটে অসামান্য অভিজ্ঞতা বিবেচনায় আসন্ন বিপিএলের জন্য আমরা মরগানকে চুক্তিবদ্ধ করেছি। আশা করছি তিনি পুরো মৌসুমেই খেলতে পারবেন।’

এ বছরের নভেম্বর-ডিসেম্বরে বিপিএলের সপ্তম আসর মাঠে গড়ানোর কথা রয়েছে। খেলোয়াড় নিলামের আগে প্রতিটি দল সরাসরি দুজন বিদেশি খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করতে পারবে। ঢাকা ডায়নামাইটসে প্রথম খেলোয়াড় হিসেবে চুক্তিবদ্ধ হলেন মরগান।