রাজশাহী কিংসে আসছেন জেপি ডুমিনি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:০৬ পিএম, ২২ জুলাই ২০১৯ সোমবার

বিপিএল শুরু হতে এখনো কয়েক মাস দেরি। তবে এর মাঝেই ঘর গোছাতে মাঠে নেমে পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবার দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জেপি ডুমিনিকে দলে নিয়েছে বিপিএল ফ্র্যাঞ্চাইজি রাজশাহী কিংস। শনিবার নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এই খবর নিশ্চিত করেছে তারা।
চুক্তির বিষয়ে রাজশাহী কিংস তাদের ফেসবুকে পোস্ট দিয়ে জানায়, ‘রাজশাহী কিংস গর্বের সঙ্গে ঘোষণা দিচ্ছে যে, দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জেপি ডুমিনি এখন একজন কিং।
ডুমিনির পরিচয়ে কিংস লিখে, ‘ডুমিনি; একজন অভিজাত বাঁহাতি ব্যাটসম্যান, একজন কার্যকরী স্পিনার ও ক্ষুরধার ফিল্ডার। ১৪ বছরেরও বেশি সময় ধরে দক্ষিণ আফ্রিকার জয়ে খেলেছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তার অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধ। ২০১৮ সালে পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডকে দ্বিতীয় শিরোপা জেতাতে নেতৃত্ব দিয়েছেন তিনি।’
২০১৭ সালের সেপ্টেম্বরে টেস্টকে বিদায় জানান তিনি, বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ডুমিনি। বর্তমানে তিনি নিজের ঘরোয়া ক্লাব কেপ কোবরাস, পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেড এবং আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছেন।