বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫   জ্যৈষ্ঠ ১ ১৪৩২   ১৭ জ্বিলকদ ১৪৪৬

আমরা নিয়মের কাছে হেরেছি- ম্যাককালাম

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৫২ পিএম, ২১ জুলাই ২০১৯ রোববার

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তাও কয়েক বছর হলো। তবে ইংল্যান্ড বিশ্বকাপে যে কয়জন সাবেক ক্রিকেট তারকা প্রায় পুরোটা সময় আলোচনায় ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। বিশ্বকাপের আগে উপমহাদেশের দলগুলো নিয়ে ভবিষ্যৎবানী করেই মূলত এই অঞ্চলের চক্ষুশূলে পরিণত হন তিনি।

গ্রুপপর্বে চতুর্থ হয়ে সেমিফাইনালে উঠে ম্যাককালামের দেশ নিউজিল্যান্ড। ভারতকে দারুণভাবে হারালেও ফাইনালে ইংল্যান্ডের কাছে নাটকীয়ভাবে হেরে যায়। নিজের দেশের এ হারকে কীভাবে দেখছেন ব্রেন্ডন ম্যাককালাম? এ বিষয়ে একটু দেরিতে মুখ খুললেন তিনি।

ম্যাককালাম বলেন, ‘আমরা হারিনি। একজন চ্যাম্পিয়নের মতোই খেলেছি। হেরেছি বাউন্ডারির হিসেবে, যা হৃদয়বিদারক।’

 

এর আগে ২০১৫ বিশ্বকাপেও ফাইনালে উঠেছিল কিউইরা। সেবার অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে রানারআপ হয় তারা। সেই দলে ছিলেন ম্যাককালামও।

সেই হারের স্মৃতি রোমন্থন করে তিনি বলেন, ‘২০১৫ সালের ফাইনালে খুব খারাপভাবে আমরা হেরেছিলাম। কখনই ম্যাচের মধ্যে ছিলাম না। কিন্তু এবারের হারের সঙ্গে তা তুলনা করা খুব বড় অন্যায় হবে। এবার আমরা নিয়মের কাছে হেরেছি। ইংল্যান্ডের কাছে নয়।’