পরাজয়ের দায়ভার নিজের কাঁধে নিয়েছিলেন জাদেজা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৫২ পিএম, ২১ জুলাই ২০১৯ রোববার

বিশ্বকাপে ভারত সেমিফাইনালেই বাদ হয়ে গেলেও রবীন্দ্র জাদেজার দারুণ লড়াই মুগ্ধ করেছিল ক্রিকেট দুনিয়াকে। প্রায় হেরে যাওয়া খেলাকেও জয়ের কাছে নিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে আউট হয়ে যান। আর তারপর নাকি শান্ত করা যাচ্ছিল না এই অলরাউন্ডারকে। হারের দায় নিজের মাথায় নিয়ে বসেছিলেন তিনি। এমনটাই জানিয়েছেন জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা।
নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে জাদেজা যখন ব্যাট করতে নামেন তখন ভারতের রান ৬ উইকেটে ৯২। সেখান থেকে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ১১৬ রানের পার্টনারশিপ গড়েন তিনি। তার ব্যাট থেকে বেরিয়ে আসে ৫৯ বলে ৭৭ রান। শেষ দিকে ম্যাট হেনরির বলে ছয় মারতে গিয়ে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। তারপর ধোনি আউট হতেই ভারতের জয়ের স্বপ্নের সলিল সমাধি ঘটে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জাদেজার স্ত্রী বলেন, ‘আউট হয়ে ফেরার পর থেকে শান্ত করা যাচ্ছিল না জাদেজাকে। বারবার বলছিল, আমি আউট না হলে হয়তো ম্যাচটা জিততে পারতাম। হারের দায় নিজের উপর নিয়ে বসেছিল। অনেক বোঝানোর পর শান্ত করি তাকে।’