বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫   জ্যৈষ্ঠ ১ ১৪৩২   ১৭ জ্বিলকদ ১৪৪৬

ক্রিকেট, দেশ দুটোই ছাড়ছেন মালিঙ্গা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:১২ পিএম, ২১ জুলাই ২০১৯ রোববার

বিশ্বকাপের আসরে তেমন ভালো করতে পারেনি শ্রীলংকা। প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয় তাদের। যদিও বিশ্বকাপে বেশ ভালো খেলেছেন লংকান পেসার লাসিথ মালিঙ্গা। কিন্তু তবুও বিশ্বকাপের পর তার অবসর নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। অবসর-জল্পনার মধ্যেই জানা গেল ক্রিকেট তো ছাড়বেনই, এমনকি দেশও ছাড়ছেন এই লংকান তারকা।

মালিঙ্গা নিজের দেশ শ্রীলংকা ছেড়ে পাড়ি দিচ্ছেন অস্ট্রেলিয়ায়। আপাতত সেখানেই থাকবেন তিনি। মালিঙ্গা এরইমধ্যেই অস্ট্রেলিয়ায় বসবাসের অনুমতি (পিআর) পেয়ে গেছেন। বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে শ্রীলংকা। সেই সিরিজেরই প্রথম ম্যাচের পরই বাইশ গজকে বিদায় জানাবেন তিনি। অস্ট্রেলিয়ায় সম্ভবত কোনো কোচিংয়ের ভূমিকায় দেখা যেতে পারে তাকে।

বর্তমানে অস্ট্রেলিয়াতেই আছেন মালিঙ্গা। চলতি মাসের ২৬ তারিখ থেকে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে শ্রীলংকার। প্রথম ম্যাচের আগেই ২২ জুলাই দেশে ফিরবেন তিনি।