বায়ার্ন পোড়াল রিয়াল মাদ্রিদকে
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:১১ পিএম, ২১ জুলাই ২০১৯ রোববার

গত মৌসুম ভালো কাটেনি স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের। একেবারে ট্রফিশূণ্য থেকেই তাদের মৌসুম শেষ করতে হয়। এবার প্রাক-মৌসুমও হার দিয়ে শুরু করল তারা। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে বায়ার্ন মিউনিখের কাছে ৩-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ।
যুক্তরাষ্ট্রের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকালে ম্যাচের ১৫ মিনিটেই এগিয়ে যায় বায়ার্ন। বক্সের ভেতর থেকে কোরেন্তিন টোলিসোর শট গোললাইন থেকে ফিরিয়েছিলেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া। ফিরতি শটে আর ভুল করেননি ফরাসি মিডফিল্ডার। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বায়ার্ন মিউনিখ।
বিরতির পর গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে রিয়াল। কিন্তু তাদের উপর এ সময় প্রভাব বিস্তার করে মিউনিখ। ম্যাটের ৬৭ মিনিটে দারুণ এক গোলে বায়ার্নের ব্যবধান দ্বিগুণ করেন বদলি হিসেবে নামা রবার্ট লেভানডফস্কি। ৬৯ মিনিটে স্কোরলাইন ৩-০ করে ফেলে জিন্যাবি।
৮১ মিনিটে উলরিচ রিয়ালের রদ্রিগোকে ফাউল করে লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় বায়ার্ন। সেই সুযোগে ম্যাচের ৮৪ মিনিটে রদ্রিগোর গোলে শুধু ব্যবধানই কমাতে পারে রিয়াল। কিন্তু পরাজয় এড়াতে পারেনি।