শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৮ ১৪৩২   ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

নিবিড় পর্যবেক্ষণে মাশরাফী: বিসিবির চিকিৎসক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:১০ পিএম, ২১ জুলাই ২০১৯ রোববার

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে নেতৃত্বে ছিলেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। তবে শেষদিনের ক্যাম্পে পুরনো ইনজুরির থাবা ছিটকে দিয়েছে। বিশ্বকাপেও গ্রেড ওয়ান ইনজুরি নিয়ে খেলেছেন দেশসেরা এই অধিনায়ক। একই ইনজুরি আঘাত হানলো দ্বিতীয়বার। 

বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী বললেন, তৃতীয়বার এমন হলে বছরখানেক মাঠের বাইরে থাকতে হবে মাশরাফীকে। এবার তাই কোনো ঝুঁকি নয়, মাশরাফীকে নিবিড় পর্যবেক্ষণে রাখছে মেডিকেল বোর্ড।

বিশ্বকাপে দলের হতশ্রী পারফরম্যান্সের মাঝেও ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন সাইফুদ্দিন।  ইনজুরির আঘাতে লঙ্কার বিমান ধরতে পারেননি তিনিও। পিঠের ইনজুরি ভোগাচ্ছে সাইফুদ্দিনকে। সম্ভাবনাময় অলরাউন্ডারকে নিয়েও ঝুঁকি নিতে চায়না দল। সাইফুদ্দিনকেও তাই মাঠের বাইরে থাকতে হবে কমপক্ষে তিন সপ্তাহ।

 

তবে সুখবরও দিলেন বিসিবির চিকিৎসক। কাঁধের ইনজুরি কাটিয়ে অনেকটাই সুস্থ হওয়ার পথে মাহমুদুল্লাহ রিয়াদ। চাইলে করতে পারবেন বোলিংও। মুশফিক-রুবেলরাও আছেন পুরোপুরি ফিট।