অবসর নয়, বিশ্রামে যাচ্ছেন ধোনি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:০৯ পিএম, ২১ জুলাই ২০১৯ রোববার

বিশ্বকাপে ভারত সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে বিদায়ের পর সবচেয়ে বেশি আলোচিত হয়েছে মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে। তিনি আদৌ অবসর নেবেন কি না, তা নিয়ে চিন্তায় ছিলেন ভারতের নির্বাচকরাও।
শনিবার ধোনি নিজেই সকল ধোঁয়াশা কাটালেন। জানিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি যাচ্ছেন না। তবে সঙ্গে এও জানিয়ে দেন, অবসরও নিচ্ছেন না তিনি। দুই মাসের জন্য সাময়িক বিশ্রাম নেবেন।
বিশ্বকাপ শেষ হলেই অবসর ঘোষণা করবেন ধোনি- এমনটাই ভেবেছিল সবাই। কিন্তু ভারত সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পরও ধোনি কোনো কিছু না জানানোয় তৈরি হয় নানান সম্ভাবনা। তবে শনিবার ধোনি বিসিসিআইকে জানিয়ে দিয়েছেন, তিনি দু'মাসের জন্য বিশ্রাম নিতে চান।
ধোনিকে প্যারাশুট রেজিমেন্টে কর্নেলের পদ দেয়া হয়েছিল। তিনি এই দু'মাস সেখানেই কাটাতে চান। বিসিসিআই-এর এক সিনিয়র কর্মকর্তা বলেন, ‘আমাদের তিনটি বিষয় পরিষ্কার করতে হবে। ধোনি এই মুহূর্তে ক্রিকেট থেকে অবসর নিচ্ছে না। ও দু'মাস প্যারামিলিটারি রেজিমেন্টের সঙ্গে থেকে তার কাজ করতে চায়। এ জন্য ও আগে থেকেই প্রতিশ্রুতিবদ্ধ ছিল। আমরা ওর সিদ্ধান্ত অধিনায়ক বিরাট কোহলি ও নির্বাচক প্রধান এমএসকে প্রসাদকে জানিয়ে দিয়েছি।'