বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫   জ্যৈষ্ঠ ১ ১৪৩২   ১৭ জ্বিলকদ ১৪৪৬

সাকিবকে নিউইয়র্ক প্রবাসীদের সংবর্ধনা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:০২ পিএম, ২১ জুলাই ২০১৯ রোববার

বিশ্বকাপে স্বপ্নের মতো এক আসর কাটিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট হাতে ৬০৬ রানের পাশাপাশি বল হাতে তুলে নিয়েছেন ১১টি উইকেট। এমন অতিমানবীয় পারফর্ম্যান্সের কারণে সাকিবকে বিপুলভাবে সংবর্ধনা দিয়েছে নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিরা। 

শুক্রবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের বেলোজিনো পার্টি হলে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদানের পাশাপাশি আয়োজন করা হয় মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের।

অনুষ্ঠানে সাকিব বলেন, ‘আমার জীবনের স্মরণীয় ঘটনা হবে যদি আমার অধিনায়কত্বে বাংলাদেশ বিশ্বকাপ জয় করতে পারে। আগামী বিশ্বকাপে ভালো কিছু করতে হলে এখন থেকেই পরিকল্পনা করে এগিয়ে যাওয়ার বিকল্প নেই।’

 

প্রবাসের বিভিন্ন ক্ষেত্রে খ্যাতিমান ব্যক্তিবর্গ এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নিউইয়র্ক প্রবাসী নাগরিকদের পক্ষ থেকে সাকিব আল হাসানের হাতে ক্রেস্ট তুলে দেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য বিশিষ্ট রিয়েলস্টেট ইনভেস্টর মো.আনোয়ার হোসেন।