মাত্র তিন ঘণ্টায় বদলে গেল বাংলাদেশ ক্রিকেট দল!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:০১ পিএম, ২১ জুলাই ২০১৯ রোববার

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ২১ জুলাই, রবিবার দুপুর ১২টা ৪৫মিনিটে শ্রীলঙ্কার উদ্যেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তার আগে ২০ জুলাই, শুক্রবার শেষবারের মতো অনুশীলনে নেমেছিলেন মাশরাফিরা। এর আগে বিকেল ৫টায় সফর-পূর্ব সংবাদ সম্মেলনও করেছেন মাশরাফি বিন মুর্তজা।
সংবাদ সম্মেলন শেষে বেশ ফুরফুরে মেজাজে সন্ধ্যা ৬টায় অনুশীলনে যান মাশরাফি। সন্ধ্যা ৭টায় বোলিং অনুশীলন শুরু করেন তিনি। ১০-১৫ মিনিট বোলিং করার পরই হঠাৎ একটা শব্দ হলো। দেখা গেল বোলিং করতে গিয়ে পড়ে গেছেন মাশরাফি।
৫ মিনিট পর ফিজিওর কাঁধে ভর করে মাঠ ছাড়েন বাংলাদেশ জাতীয় ক্রিকেটের দলের এই ওয়ানডে অধিনায়ক। রাত ৮টা নাগাদ বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন মাশরাফি। তাই শেষ মুহূর্তের এই চোটে শ্রীলঙ্কায় যাওয়া হচ্ছে না তার।
রাত ৯টায় বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বলেন, শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল।
বতে রাত সাড়ে ৯টার দিকে আরো একটি দুঃসংবাদ আসে দলের জন্য। জানা যায় শুধু মাশরাফিই নয়, চোটে পড়ায় শ্রীলঙ্কায় যাচ্ছেন না সাইফউদ্দিনও। এরপর ১০টার দিকে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন ঘটেছে। মাশরাফি ও সাইফউদ্দিনের জায়গায় স্কোয়াডে ডাক পেয়েছেন তাসকিন ও ফরহাদ রেজা।
বলা যায়, মাত্র তিন ঘণ্টার ব্যবধানে বদলে হয়ে গেল বাংলাদেশ দল।