শেখ রাসেলের নাটকে বসুন্ধরার প্রথম হার
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:৫৭ পিএম, ২১ জুলাই ২০১৯ রোববার

বিপিএল ফুটবলে একটি জয় দিয়ে অনন্য ইতিহাস গড়তে মাঠে নেমেছিল বসুন্ধরা কিংস। কিন্তু শেখ রাসেল ক্রীড়া চক্রের নাটকে দুর্দান্ত খেলেও শেষ পর্যন্ত ১-০ গোলে হারের স্বাদ পেতে হয়েছে বসুন্ধরাকে।
শনিবার সন্ধ্যায় সিলেট জেলা স্টেডিয়ামে ফ্লাড লাইটের আলোতে শুরু হয় ম্যাচটি। প্রথমার্ধের শুরুতে দুই দলই একাধিকবার আক্রমণ করলেও গোলের দেখা পায়নি কেউই।
দ্বিতীয়ার্ধের শুরুতেই সুযোগটা কাজে লাগায় শেখ রাসেল। ৫১ মিনিটে অ্যালিশার আজিজোভের দুর্দান্ত শটে প্রথম গোল পায় দলটি। ১-০ গোলে পিছিয়ে পড়ায় মরিয়া হয়ে ওঠে বসুন্ধরা কিংস। নিজেদের নিয়ন্ত্রণে নেয় পুরো মাঠ। একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে যায় শেখ রাসেল। শেখ রাসেলের পাল্টা আক্রমণ মাঝ মাঠ পেরুতে পারেনি।
বসুন্ধরার এমন আক্রমনাত্মক সময়ে শেখ রাসেলের খেলোয়াড়দের ‘ইনজুরি’ নাটক শুরু হয়। একে একে অন্তুত ৭-৮ জন ইনজুরির অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। সেই সময়ক্ষেপণই কাল হয়ে দাঁড়ালো বসুন্ধরার। শেষ পর্যন্ত ১-০ গোলে হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। যা এ আসরে দলটির প্রথম হার।
বাংলাদেশের পেশাদার ফুটবলের ইতিহাসে কোনো ক্লাবই নিজেদের অভিষেক আসরেই দুই শিরোপা জেতার স্বাদ পায়নি। আর মাত্র ৩ পয়েন্ট পেলেই সেই অনন্য কীর্তি গড়তে পারতো অস্কার ব্রুজোনের শিষ্যরা। কিন্তু বসুন্ধরার পথে কাঁটা হয়ে দাঁড়ালো শেখ রাসেল। গুরুত্বপূর্ণ এ ম্যাচ হারলেও হাতে রয়েছে আরও ৩ ম্যাচ।