এলিগেন্ট স্ট্যান্ডার্ডে বিজয়ী ইয়াসিন
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:৪৫ পিএম, ২১ জুলাই ২০১৯ রোববার

দীর্ঘ বিরতি শেষে অনুষ্ঠিত হয়ে গেলো এলিগেন্ট উত্তরা ১৪তম ফিদে স্ট্যান্ডার্ড রেটিং টুর্নামেন্ট। বরাবরের মতো এবারো দাবাড়ুদের পদচারণায় মুখরিত ছিলো এলিগেন্ট উত্তরা প্রাঙ্গন।
প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন ইয়াসিন আরাফাত। রানার আপ হন মোঃ আনোয়ার হোসেন দুলাল। তৃতীয় থেকে পঞ্চম স্থান অধিকার করেন যথাক্রমে মোঃ আব্দুর রউফ, মোঃ সাইফুর রহমান এবং মোঃ রাজিব হাসান।
অনূর্ধ্ব-১৬ সেরা বালক হন আজহের হোসাইন এবং সেরা বালিকা হন তাসনিয়া তারান্নুম অর্পা। অনূর্ধ্ব -১০ সেরা বালক হন সাতভিক সাহা এবং সেরা বালিকা হন আজিজা তাহসিন ফাতিমা। বেস্ট উইম্যান খেলোয়াড় হন আফরোজা হক চৌধুরী। বেস্ট নন-রেটেড খেলোয়াড় হন মোহাম্মদ আসাদুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন কান্তার বাংলাদেশের প্রধান নির্বাহী আ ন ম জিয়াউল ইসলাম।