বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫   জ্যৈষ্ঠ ১ ১৪৩২   ১৭ জ্বিলকদ ১৪৪৬

চট্টগ্রাম আবাহনীকে উড়িয়ে জয়ে ফিরল শেখ জামাল

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৪৩ পিএম, ২১ জুলাই ২০১৯ রোববার

বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়ে জয়ে ফিরল ধানমন্ডীর ক্লাব শেখ জামাল।দ্বিতীয় পর্বের ম্যাচে শেখ জামাল জিতলেও প্রথম পর্বে দুই দল গোলশূন্য ড্র করেছিল।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার ম্যাচের পঞ্চম মিনিটে এগিয়ে যায় আগের ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের কাছে হেরে আসা শেখ জামাল। সলোমন কিংয়ের শট ফিরে আসার পর ফিরতি শটে জাল খুঁজে নেন গাম্বিয়ার ফরোয়ার্ড এবু কান্তে।

৩৭তম মিনিটে শাখাওয়াত হোসেন রনির ব্যাক পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে জোরালো কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন কিং।
প্রথমার্ধের শেষ দিকে চট্টগ্রাম আবাহনীর সোহেল মিয়ার শট ক্রসবারে লেগে ফিরে। দ্বিতীয়ার্ধেও দলটিকে কাঙিক্ষত গোল এনে দিতে পারেননি ফরোয়ার্ডরা।

২২ ম্যাচে সাত জয় ও ছয় ড্রয়ে ২৭ পয়েন্ট শেখ জামালের। ২১ ম্যাচে অষ্টম হারের স্বাদ পাওয়া চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ২৩।

দিনের অন্য ম্যাচে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ৬-৩ ব্যবধানে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ।