তিন উপায়ে সুস্থ হতে পারেন সাইফউদ্দিন!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:৪২ পিএম, ২১ জুলাই ২০১৯ রোববার

শেষ মূহুর্তে পিঠের চোটে শ্রীলংকা সফর থেকে ছিটকে গেলেন প্রথমবার বিশ্বকাপ খেলা মোহাম্মদ সাইফউদ্দিন। প্রাথমিকভাবে ৩ সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকতে হবে এ অলরাউন্ডারকে। তারপর শুরু হবে পুনর্বাসন প্রক্রিয়া। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, এরই মধ্যে তারা সাইফউদ্দিনকে সুস্থ করতে তিনটি উপায় চিন্তা করেছেন।
অনেকটা লম্বা সময় ধরে পিঠের ব্যাথায় ভুগছেন সাইফউদ্দিন। প্রিমিয়ার লিগ খেলেছেন ঝুকি নিয়ে। এরপর ইনজেকশন নিয়ে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপে খেলেছেন। শ্রীলংকা সফরের দলে শুরুতে রাখা হয় তাকে। তবে লংকা সফরের আগেরদিন অনুশীলনে বোলিং করার সময় ব্যথা বেড়ে যায় তার। ফলে ছিটকে যান শ্রীলংকা সিরিজ থেকে।
বিসিবি চিকিৎসক দেবাশীষ জানিয়েছেন, তিন সপ্তাহ পর সাইফের অবস্থা দেখে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। সাইফের চোটের ব্যাপারে তিনি বলেন, ‘ওর চোটের নাম লাম্বার স্পাইনের ফ্যাসেট জয়েন্ট সিনড্রোম। বোলারদের খুব কমন চোট এটা। অস্ত্রোপচারে এই চোট ভালো হবে না। খেলা চালিয়ে যাওয়ার জন্য তিনটি উপায় আছে।’
সাইফের জন্য তিনটি উপায় কি কি জানতে চাইলে দেবাশীষ বলেন, ‘টেকনিক্যাল কারেকশন হলো প্রথম উপায়। সমস্যা হচ্ছে এত দিন পরে বোলিং অ্যাকশন পরিবর্তন তো কঠিন। ভুল হোক, ঠিক হোক একটা টেকনিকে রপ্ত হয়ে গেছে। টেকনিক পরিবর্তন করতে গেলে কি বলা কঠিন। এটা খুব কঠিন ব্যাপারও।
দ্বিতীয় চিকিৎসা হচ্ছে ইনজেকশন আবার দেয়া। তবে ইনজেকশন আমরা বারবার দিতে চাই না। ইনজেকশন বারবার দিলে ক্ষতিকর হতে পারে। সমস্যা হচ্ছে ইনজেকশন দিলে এটা কতদিন কাজ করবে তা আমরা বলতে পারবো না। এটা কি সাতদিন কাজ করবে না সাত সপ্তাহ কাজ করবে, এটা আমরা জানি না।’
মাঝের খেলাগুলো মূলত ইনজেকশন নিয়ে চালিয়ে গেছেন সাইফ। বিশ্বকাপ এভাবেই খেলে এসেছেন। তবে ভবিষ্যতের কথা ভেবে এটি আরো কতবার করা হবে সেটি চিন্তার বিষয়।
তৃতীয় উপায় সম্পর্কে দেবাশীষের বক্তব্য, ‘রেডিওফ্রিকোয়েন্সি অ্যাব্লেশন করার চিন্তা করছি। আমরা ওর জন্য এমন একটা চিকিৎসার চেষ্টা করছি যেটায় ক্ষতি কম হবে কিন্তু ব্যথা মুক্ত সময়টা বাড়াবে। এটায় কোনো ক্ষতি নাই কিন্তু বেশিদিন কার্যকর। তবে আমাদের দেশে সম্ভব না। এই তিনটা চিকিৎসার কথা আমরা জানিয়েছি।’
এই উপায় গুলোর মাধ্যমে সাইফউদ্দিনকে সারিয়ে তোলার চেষ্টা করা হবে। যত তাড়াতাড়ি সাইফ ভালো হবেন, দলের জন্য তত মঙ্গল।