শনিবার   ১৬ আগস্ট ২০২৫   ভাদ্র ১ ১৪৩২   ২১ সফর ১৪৪৭

খোঁজ মিলল দুই মাথার দুর্লভ কচ্ছপের!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:১৬ পিএম, ২১ জুলাই ২০১৯ রোববার

মালয়েশিয়ার মাবুল আইল্যান্ডে খোঁজ পাওয়া গেল  দু'মাথাসহ দুই মুখের দুর্লভ কচ্ছপ ছানার। জন্ম নেয়ার সঙ্গে সঙ্গে বিশ্বের নজর কেড়েছিল দুই মাথাসহ এক কচ্ছপছানা। তবে জন্মের পরই মারা যায় সেটি। তবে এমন দুর্লভ কচ্ছপ নিয়ে চলছে গবেষণা। 

এই সময় সুবজ কচ্ছপ প্রজননের জন্য এই সমুদ্র সৈকতগুলিতে এসে ডিম পাড়ে। এবছর প্রায় ৯০টিরও বেশি কচ্ছপ এই সৈকতে ডিম পেরেছে। 

এর আগে ২০১৪ সালে মালয়েশিয়ার পূর্ব উপকূলে মিলেছিল এমনই বিরল একটি কচ্চপ। সেটিও বেশিদিন বাঁচানো সম্ভব হয়নি। তিনমাস পরেই সেটি মারা যায়। 

 

গ্রিন টার্টেল হল সবচেয়ে বড় সমুদ্রের কচ্ছপ। প্রধানত উষ্ণ ও নাতিষ্ণু সমুদ্রে দেখা যায়। তবে চোরাপাচারকারীদের হাতে মারা যাচ্ছে এই বিরল প্রজাতির কচ্ছপ। কচ্ছপের ডিম ও মাংস চরা দামে বাজারে বিক্রি করে মুনাফা আদায় করে পাচারকারীরা।