শনিবার   ১৬ আগস্ট ২০২৫   ভাদ্র ১ ১৪৩২   ২১ সফর ১৪৪৭

চীনে গ্যাস প্লান্টে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৫

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:০৯ পিএম, ২১ জুলাই ২০১৯ রোববার

চীনের হেনান প্রদেশের একটি গ্যাস প্লান্টে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। এই দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ১৫ জনের বেশি। 

সংবাদ মাধ্যম জানায়, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ইমা শহরের হেনান কোল গ্যাস কোম্পানির প্লান্টে এই বিস্ফোরণ হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে জরুরি ব্যবস্থাপনা মন্ত্রকের একটি দল ঘটনাস্থলে গিয়েছে। অসুস্থদের চিকিত্ৎ‌সা দিতে জাতীয় স্বাস্থ্য কমিশনেরও একটি মেডিক্যাল টিম তাদের সঙ্গে রয়েছে।