বুধবার   ১৪ জানুয়ারি ২০২৬   মাঘ ১ ১৪৩২   ২৫ রজব ১৪৪৭

এই দ্বীপে পাওয়া গেল দুই মাথাওয়ালা সবুজ কচ্ছপ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:০৭ পিএম, ২১ জুলাই ২০১৯ রোববার

মালয়েশিয়ায় পাওয়া গেলো দু’মাথাওয়াল এক কচ্ছপ ছানা। জন্মের পরপরই বিশ্বের নজর কেড়েছে দু’মাথাওয়ালা এই সবুজ কচ্ছপছানা। খবর স্ট্রেইট টাইমস’র 

দুর্লভ কচ্ছপ নিয়ে গবেষণা চলাকালে দেশটির মাবুল দ্বীপে এই ছানা পাওয়া যায়। 

 

 

এই গ্রীন টার্টেল বা সুবজ কচ্ছপ পৃথিবীর সবচয়ে বড় সামুদ্রিক কচ্ছপ। প্রধানত উষ্ণ ও নাতিষ্ণু সমুদ্রে এদের দেখা যায়। সুবজ কচ্ছপ প্রজননের সময় সমুদ্র সৈকতে এসে ডিম পাড়ে। এ বছর ৯০টির বেশি কচ্ছপ সৈকতে ডিম পেড়েছে। 

বিরল প্রজাতির এ কচ্ছপ ২০১৪ সালে মালয়েশিয়ার পূর্ব উপকূলে প্রথম পাওয়া যায়। তবে অভিযোগ রয়েছে, পাচারকারীদের হাতে মারা পড়ছে বিরল প্রজাতির এই কচ্ছপ।