শনিবার   ১৬ আগস্ট ২০২৫   ভাদ্র ১ ১৪৩২   ২১ সফর ১৪৪৭

জার্মানিতে বিমান ভেঙ্গে ৩ জনের মৃত্যু

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:০৩ পিএম, ২১ জুলাই ২০১৯ রোববার

জার্মানি শহর ব্রুকসলে শনিবার একটি বিমান ভেঙে কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। উড়ন্ত অবস্থায় আচমকা ভেঙে পড়ে ছোট বিমানটি। শহরের এক হার্ডওয়্যার দোকানের বাইরের দেওয়ালে আঘাতের পর মুখ থুবড়ে পড়ে। 

ঘটনাস্থলেই নিহত হন ওই বিমানের তিন যাত্রী। সংবাদ সংস্থা সিনহুয়া জানাচ্ছে, বিমান দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারীদের একটি দল। ভেঙে পড়া ওই ছোট বিমান থেকে যাত্রীদের বের করার চেষ্টা হয়। নিরাপত্তার খাতিরে ওই হার্ডওয়ার দোকান থেকে লোকজনকে সরিয়ে দেওয়া হয়। 

বিমান দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ তদন্ত শুরু করেছে। গত বৃহস্পতিবারই জার্মানির সীমন্তের কাছে এমনই একটি ছোট বিমান ভেঙে মারা যান তিন যাত্রী।