বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫   জ্যৈষ্ঠ ১ ১৪৩২   ১৭ জ্বিলকদ ১৪৪৬

শ্রীলংকায় টাইগার দল

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৫১ এএম, ২১ জুলাই ২০১৯ রোববার

বিশ্বকাপ থেকে ফিরেই এবার লংকা জয়ে নামল টাইগাররা। তামিম ইকবালের নেতৃত্বে দেশ ছাড়ে ছয় ক্রিকেটার। বাংলাদেশ সময় বিকেল ৫.২০ মিনিটে  শ্রীলংকায় পৌঁছায় টাইগার দলের একাংশ।

যদিও মাশরাফী বিন মোর্ত্তজা অধিনায়ক করেই শ্রীলংকা সিরিজে দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু দলের সঙ্গে শ্রীলংকা যাওয়া হয়নি মাশরাফীর। চোটের কারণে শ্রীলংকা সিরিজ থেকে ছিটকে গেছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক।

শনিবার বাঁহাতি এই ওপেনারের নেতৃত্বে শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়ে বাংলাদেশ দলের ছয় ক্রিকেটার। শ্রীলংকা সিরিজের ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ছাড়াও দেশ ছেড়েছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকত। বাকি ক্রিকেটারদের মধ্যে আগামীকাল রোববার ঢাকা ছাড়বেন পেসার রুবেল হোসেন।

 

রুবেলের একদিন পর (সোমবার) শ্রীলংকার বিমান ধরবেন সাব্বির রহমান, এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন ও ফরহাদ রেজা। এ ছাড়া তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম ভারত থেকে সরাসরি শ্রীলংকা যাবেন। মিনি রঞ্জি ট্রফি খেলতে এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন তারা।

পরিবারের সঙ্গে সময় কাটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে আগেই ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। বিয়ের কারণে লিটন দাসও খেলছেন না শ্রীলংকা সিরিজে। দেশ ছাড়ার একদিন আগে (শুক্রবার) হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যান মাশরাফী।

ওদিকে পিঠের চোটের কারণে লংকানদের বিপক্ষে খেলা হচ্ছে না পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের। অর্থাৎ মূল একাদশের চার ক্রিকেটারকে ছাড়াই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে হচ্ছে বাংলাদেশ দলকে।

আগামী ২৬ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। একই মাঠে আগামী ২৯ ও ৩১ জুলাই সিরিজের বাকি দুই ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ।