শেষ মুহূর্তে ছিটকে গেলেন মাশরাফী
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৩৯ এএম, ২০ জুলাই ২০১৯ শনিবার

আজ শুক্রবার সফর পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাশরাফী বলেছিলেন শ্রীলংকা সফর দিয়েই শেষ হচ্ছে ক্রিকেটার হিসেবে তার বিদেশ সফর।
অথচ এমনই নিয়তি যে, শেষ মূহুর্তে সেই সফর থেকেও বাদ পড়ে গেলেন মাশরাফী বিন মোর্ত্তজা।
বিশ্বকাপের শুরু থেকেই মাশরাফী বিন মোর্ত্তজা খেলেছেন হ্যামস্ট্রিং চোট নিয়ে। পুরোপুরি ফিট ছিলেন না বলে ঠিকভাবে পারফর্ম করতে পারেননি এটাও বলেছেন এর আগে।
আজ বিকেলে সফর-পূর্ব সংবাদ সম্মেলনে চোট থেকে অনেকটা সেরে উঠার কথা জানিয়েছিলেন। কিন্ত সংবাদ সম্মেলনের কিছু পরেই বড় দুঃসংবাদ আসে তাকে ঘিরে। বিশ্বস্ত সূত্রে পাওয়া খবর, শ্রীলংকা সফরে যাওয়া হচ্ছে না মাশরাফীর!
সংবাদ সম্মেলন শেষে সন্ধ্যায় পুনরায় বোলিং অনুশীলন করতে গিয়েছিলেন মাশরাফী। কিন্ত সেখানেই আবার অঘটন। হ্যামস্ট্রিংয়ে আবারও চোট পেয়েছেন টাইগার ক্যাপ্টেন।
তাঁর কাতর মুখ দেখেই বোঝা যাচ্ছিল চোটটা হালকা নয়। সর্বশেষ তথ্যানুযায়ী মাশরাফীর চোট থেকে সেরে উঠতে অন্তত তিন সপ্তাহ লাগবে। ফলে শ্রীলংকা সফরে যাওয়া হচ্ছে না তার।