বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫   জ্যৈষ্ঠ ১ ১৪৩২   ১৭ জ্বিলকদ ১৪৪৬

শ্রীলংকা সফরে দলের নেতৃত্বে তামিম

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৩৭ এএম, ২০ জুলাই ২০১৯ শনিবার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল তিন ম্যাচ সিরিজের জন্য আগামীকাল শ্রীলংকার উদ্দেশ্যে রওনা দেবে। কিন্ত যাওয়ার আগেরদিন রাতের বেলা দুঃসংবাদ এলো টাইগার শিবিরে। চোটের কারণে দলের সঙ্গে শ্রীলংকা যাচ্ছেন না নিয়মিত অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। তার জায়গায় অধিনায়কত্ব করবেন ওপেনার তামিম ইকবাল। 

মাশরাফী ছাড়াও দল থেকে ছিটকে পড়েছেন মিডিয়াম পেসার সাইফউদ্দিন। তাদের জায়গায় দলে সুযোগ পেয়েছেন ফাস্ট বোলার তাসকিন আহমেদ ও ফরহাদ রেজা। 

 

বিসিবি জানিয়েছে, তামিম ইকবাল লংকা সিরিজে অধিনায়কত্ব করবেন। সহ অধিনায়কের ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি।