শুক্রবার   ১৬ মে ২০২৫   জ্যৈষ্ঠ ১ ১৪৩২   ১৮ জ্বিলকদ ১৪৪৬

ব্যাডমিন্টনের পুরুষ এককে চ্যাম্পিয়ন সালমান

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৩৪ এএম, ২০ জুলাই ২০১৯ শনিবার

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় অনুষ্টিত হয় ৩৬তম জাতীয় ব্যাডিমন্টন চ্যাম্পিয়নশিপ। খেলায় সারা দেশের প্রতিযোগিদের হারিয়ে পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন সিলেটের সালমান।

ফাইনালে তার প্রতিপক্ষ ছিলেন আরেক শাটলার গৌরব। সেমিফাইনালে সালমান ২-১ সেটে ও গৌরব ২-০ সেটে জয়ী হয়ে ফাইনাল নিশ্চিত করেন।

ফাইনালে শেষ হাসি হেসেছেন সালমান। গৌরবকে তিনি হারিয়েছেন ২-০ সেটে। 

 

সারা দেশের শাটলারদের নিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হয় জাতীয় চ্যাম্পিয়নশিপ। যেখানে এবার আধিপত্য বজায় রেখেছেন সিলেটের ব্যাডমিন্টন তারকারা। 

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন আয়োজিত চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জাতীয় চ্যাম্পিয়নশিপের খেলা শেষ হচ্ছে আজ।