এটাই মাশরাফীর শেষ সফর
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৩১ এএম, ২০ জুলাই ২০১৯ শনিবার

আসন্ন শ্রীলংকা সফর দিয়ে বিদেশ সফরকে ‘বিদায়’জানানোর সিদ্ধান্ত জানিয়ে দিলেন মাশরাফী বিন মোর্ত্তুজা।
অবসর নিয়ে বিশ্বকাপ মিশন শেষে তিনি জানিয়েছিলেন, দেশে ফিরে সিদ্ধান্ত জানাবেন। দেশে ফিরে ‘অবসর নিয়ে এখনই ভাবছেন না’বলেই জানিয়েছিলেন টাইগার দলপতি।
ক্রিকেটার হয়ে এটাই তার শেষ বিদেশ সফর। তবে আপাতত এসব মাথায় না নিয়ে সফর নিয়েই ভাবছেন তিনি। শ্রীলংকা থেকে ফিরে অবসর নিয়ে চিন্তা করবেন বলেও জানালেন।
সফরকে সামনে রেখে শুক্রবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলন হয়। সেখানে মাশরাফী বলেন, ‘ অবসর নিয়ে এখন চিন্তা করছি না। ওখানে খেলতে যাচ্ছি এটাই চিন্তা করছি। তবে আমি বলবো এটাই শেষ বিদেশ সফর। এরপর বেশি ওয়ানডে ম্যাচ নাই। খেলে আসার পর চিন্তা করবো। এটা আপনাদের কাছে নিউজ কিন্তু আমার কাছে চিন্তা করার বিষয়।’
লংকা সফরে তিন ওয়ানডে খেলতে ২০ জুলাই দেশ ছাড়বে টাইগাররা। তবে সিরিজ শুরুর আগে ২৩ জুলাই কলম্বোয় একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে টাইগাররা।
২৬ জুলাই অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। পরের দুটি ওডিআই যথাক্রমে ২৮ ও ৩১ জুলাই। প্রতিটি ম্যাচই হবে কলম্বোতে। আর ১ আগস্ট দেশের উদ্দেশ্যে প্লেনে চড়বেন ক্রিকেটাররা।