শুক্রবার   ১৬ মে ২০২৫   জ্যৈষ্ঠ ১ ১৪৩২   ১৮ জ্বিলকদ ১৪৪৬

পরপর ২ ম্যাচে মোহামেডানের জয়

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৩০ এএম, ২০ জুলাই ২০১৯ শনিবার

আগের ম্যাচেই চিরপ্রতিদ্বন্দী আবাহনীকে হারিয়েছিল মোহামেডান। উজ্জীবিত সাদা-কালোরা নোফেল স্পোর্টিং ক্লাবকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে। 

এই মৌসুমে সব মিলিয়ে এটি তাদের ষষ্ঠ জয়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার ২য় পর্বে ৩-১ গোলে জিতেছে মোহামেডান। এর আগে প্রথম পর্বে দুই দলের দেখায় ১-০ গোলে জিতেছিল নোফেল স্পোর্টিং ক্লাব।

নবম মিনিটেই এগিয়ে যায় মোহামেডান। তবে তাদের প্রথম প্রচেষ্টা গোলরক্ষকের গায়ে লেগে ফিরে আসে। ফিরতি শটে মোহামেডানকে এগিয়ে নেন সুলেমানে দিয়াবাতে।

 

ব্যবধান দ্বিগুণ করতে চার মিনিট সময় নেন তকলিস আহমেদ। জাহিদ হাসান এমিলির ফ্রি কিক থেকে হেডে গোল করেন এই ফরোয়ার্ড।

ম্যাচের সপ্তদশ মিনিটে নিজেদের একমাত্র গোলটি করে নোফেল স্পোর্টিং ক্লাব। প্রথমার্ধের শেষ দিকে দিয়াবাতের স্পট কিকে ব্যবধান বাড়িয়ে নেয় মোহামেডান। ডি-বক্সের মধ্যে মালির এই ফরোয়ার্ড ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

২১ ম্যাচ খেলে ছয় জয় ও পাঁচ ড্রয়ে ২৩ পয়েন্ট মোহামেডানের। এদিকে লীগে ১৩তম হারের স্বাদ পাওয়া নোফেলের পয়েন্ট ১৬।