আবারও আফগানদের কাছে টাইগারদের হার
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:২৫ এএম, ২০ জুলাই ২০১৯ শনিবার

আবারও আফগানদের কাছে ধরাশায়ী টাইগাররা। ৫ ম্যাচের আন-অফিসিয়াল ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ এ দলকে হারিয়েছে আফগানিস্তান এ দল। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো আফগানিস্তান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুটা ভালোই হয়। কায়েস-বিজয়ের উদ্বোধনী জুটি থেকেই আশে ৫০ রান। তবে দলীয় ৫২ রানে প্রথম উইকেট হারানোর পরেই যেনো খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। স্কোরবোর্ডে আরো ৫৪ রান যোগ করতেই চলে যায় ৬ উইকেট।
১০৬ রানে ৬ উইকেট হারিয়ে কাপতে থাকা টাইগারদের হাল ধরেন ফরহাদ রেজা ও আফিফ হোসেন। দুজনের ৬৭ রানের জুটিতে অল আউট হওয়ার শঙ্কা থেকে মুক্তি পায় বাংলাদেশ এ দল। তবে আফগানদের নিয়ন্ত্রিত বোলিং এ ৫০ ওভারে ২০১ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ এ দল। উইকেট হারায় ৮ টি।
দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন আফিফ। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান আসে ফরহাদ রেজার ব্যাট থেকে। ইমরুল কায়েস করেন ২৮ রান।
শ্রীলংকা সিরিজে ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে ৪ জন খেলেন এই ম্যাচে। তবে সুযোগের প্রতি সুবিচার করতে পারেননি কেউই। বিজয় ১৯, সাব্বির ১৫, মিথুন ৩ রান করেন। রুবেল হোসেন ১ বলে ২ রান করে অপরাজিত থাকেন।
আফগানদের হয়ে ২টি করে উইকেট নেন মুরাদ ও করিম।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশী বোলারদের কোন সুযোগই দেননি আফগান ওপেনাররা। ৪৪ ওভারে কোন উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌছে যায় আফগানিস্তান এ দল। অনবদ্য সেঞ্চুরি করেন গুলবাজ।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ এ দল ২০১/৮ (৫০ ওভার)
আফিফ ৫৯, ফরহাদ রেজা ৩০
করিম ১৭/২, মুরাদ ৪৯/২
আফগানিস্তান এ দল ২০২/০ (৪৩.৫ ওভার)
গুরবাজ ১০৫*, ইব্রাহিম ৮৬*
আফিফ ১৬/০, রুবেল ২৪/০
ফলাফলঃ আফগানিস্তান এ দল ১০ উইকেটে জয়ী
ম্যান অফ দা ম্যাচঃ রহমুল্লাহ গুরবাজ