শুক্রবার   ১৬ মে ২০২৫   জ্যৈষ্ঠ ১ ১৪৩২   ১৮ জ্বিলকদ ১৪৪৬

চার বছর পর আউট হলেন এলিস পেরী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:২৩ এএম, ২০ জুলাই ২০১৯ শনিবার

চার বছর অপরাজিত থাকা! তাও আবার আন্তর্জাতিক ক্রিকেটে!  হ্যা, এমন অসাধারণ একটি ঘটনাই ঘটিয়েছেন অস্ট্রেলিয়ার এক ক্রিকেটার।  অবশেষে প্রায় চার বছর পর আউট হয়েছেন তিনি। 

শুক্রবার ওমেন্স অ্যাশেজ সিরিজে আউট হওয়ার মাধ্যমে তার একটানা অপরাজিত থাকার এই রেকর্ডের সমাপ্তি ঘটে। 

অজিদের হয়ে যিনি এই কীর্তি গড়েন সে ক্রিকেটারের নাম এলিস পেরী। অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে বিগত প্রায় চার বছর অপরাজিত ছিলেন। এর মাঝে তাকে আউট করতে পারেনি কোন বোলার।

 

 

এই ৪ বছরে টেস্ট ম্যাচ খেলে ৩২৯ রান করেন এলিস। মোকাবেলা করেন ৬৫৫ বল। সময়ের হিসেবে ৩ বছর ১১ মাস ৬ দিন পর তাকে কেউ প্যাভিলিয়নে ফেরাতে সক্ষম হলো।

ইংল্যান্ডের বোলার মার্শের বলে হিথার নাইটের কাছে ক্যাচ আউট হন তিনি। এর আগে এই ইনিংসে ২৮১ বল খেলে ১১৬ রান করেন তিনি। 

অস্ট্রেলিয়ান এই নারী ক্রিকেটারের এই অর্জনকে বিরল কীর্তিই বলা যায়।