শুক্রবার   ১৬ মে ২০২৫   জ্যৈষ্ঠ ১ ১৪৩২   ১৮ জ্বিলকদ ১৪৪৬

অধিনায়কদের জন্য আইসিসির সুখবর

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:১৬ এএম, ২০ জুলাই ২০১৯ শনিবার

বিশ্বকাপ শেষে লন্ডনে নিয়মিত সভা করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেখানে জিম্বাবুয়েকে আইসিসির সদস্যপদ থেকে বাতিল করার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।এর মধ্যে দলের অধিনায়কদের জন্য রয়েছে সুখবর।

যার মধ্যে একটি সিদ্ধান্ত হলো স্লো-ওভার রেটে’র কারণে অধিনায়কদের শাস্তি কমানো। এর আগে স্লো-ওভার রেটে’র কারণে দলের অন্যান্য সদস্যদের থেকে অধিনায়কদের বেশি পরিমাণে ম্যাচ ফি কাটা হত। একই সঙ্গে জুটত নিষেধাজ্ঞা।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী স্লো ওভার রেটে’র কারণে অধিনায়কদের এখন আর কোনো নিষেধাজ্ঞা থাকছে না। একই সাথে দলের বাকি সদস্যদের সমান জরিমানা গুনবে অধিনায়করা।

 

স্লো-ওভার রেটে’ যত বড় অপরাধই হোক না কেন দলের সব সদস্য এখন থেকে একই পরিমাণ জরিমানার আওতায় পড়বেন।

তবে টেস্ট চ্যাম্পিয়নশীপের ম্যাচগুলোতে স্লো-ওভার রেটে’র কারণে প্রতি ওভারের জন্য ২টি করে কম্পিটিশন পয়েন্ট কাটা যাবে অধিনায়কদের। আগামি ১ আগস্ট থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত।