থাইল্যান্ডের কাছে ৩-১ গোলে হেরে গেল বাংলাদেশ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৩৪ পিএম, ১৯ জুলাই ২০১৯ শুক্রবার

থাইল্যান্ডের চুনবুরিতে ইনডোর এশিয়া কাপ হকির গ্রুপের শেষ ম্যাচে হেরে গেছে বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে হেরেছেন স্বাগতিক দলের কাছে। বাংলাদেশ প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়েছিল।
খেলা শুরুর ৩ মিনিটের মধ্যেই এগিয়ে যায় স্বাগতিক দল। ৬ মিনিটে দ্বিগুণ করে ব্যবধান। প্রথমার্ধের বাকি সময়ে আর গোল পায়নি কোনো দল। ৩৪ মিনিটে থাইল্যান্ড ব্যবধান ৩-০ করে। খেলা শেষ হওয়ার চার মিনিট আগে বাংলাদেশের মাইনুল ইসলাম কৌশিক গোল করে ব্যবধান কমান।
বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচে ৬-০ গোলে মালয়েশিয়ার কাছে এবং দ্বিতীয় ম্যাচের ইরানের কাছে পরাজিত হয়। তৃতীয় ম্যাচে মাইনুল ইসলাম কৌশিকের ডাবল হ্যাটট্রিকে বাংলাদেশ ৯-০ গোলে হারিয়েছিল ফিলিপাইনকে। শেষ ম্যাচ হারলো স্বাগতিকদের কাছে ৩-১ গোলে।
প্রথম দুই ম্যাচ হারার পরই সেমিফাইনালে ওঠার সম্ভাবনা শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের। তৃতীয় পরাজয়ে বাংলাদেশে গ্রুপের ৫ দেশের মধ্যে চতুর্থ হলো। শনিবার বাংলাদেশ সপ্তম স্থানের জন্য খেলবে দুপুর ১টায়। অন্য গ্রুপের খেলার ওপর নির্ভর করছে স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কারা।