রোববার   ১৭ আগস্ট ২০২৫   ভাদ্র ১ ১৪৩২   ২২ সফর ১৪৪৭

ধনীর তালিকায় বিল গেটসকে টপকালেন বার্নার্ড

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:২৫ এএম, ১৯ জুলাই ২০১৯ শুক্রবার

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে তৃতীয় স্থানে কখনো নামানো যায়নি। গত সাত বছর ধরে এক বা দুই নম্বরেই বরাবর অবস্থান করেছেন।

তবে এবার দেখা গেছে ভিন্ন চিত্র। বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী বিল গেটসকে টপকালেন ফ্রান্সের বিলাসবহুল পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলভিএমএইচের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বার্নার্ড আর্নল্ট (৭০)।

এর ফলে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় তৃতীয় স্থানে নেমে এলেন বিল গেটস। মঙ্গলবার এলভিএমএইচের সিইও বার্নার্ড তার নেট আয়ের পরিমাণ ১০৭.৬ বিলিয়ন ডলারে উন্নীত করার রেকর্ড গড়েন।

 

এর ফলে বিল গেটসের আয়ের চেয়ে ২০০ মিলিয়ন ডলারেরও বেশি অঙ্কে এগিয়ে গেলেন আর্নল্ট। আর বিলিওনিয়ারের এ তালিকায় আর্নল্টের আগে প্রথম স্থানে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস।