রোববার   ১৭ আগস্ট ২০২৫   ভাদ্র ১ ১৪৩২   ২২ সফর ১৪৪৭

ইরান সীমান্তে বাংলাদেশিসহ ২৮৫ অভিবাসী আটক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:২৫ এএম, ১৯ জুলাই ২০১৯ শুক্রবার

তুরস্কের ভান প্রদেশে বাংলাদেশিসহ ২৮৫ জন অভিবাসীকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। আটকদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশ ও আফগানিস্তানের নাগরিক। দেশটির সরকারি বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে। 

বৃহস্পতিবার ইরান সীমান্তে অবস্থিত ভান প্রদেশের বিভিন্ন নিরাপত্তা চৌকিতে এদের আটক করা হয়। অভিবাসীদের মধ্যে ৪৮ জন শিশু ও ৫১ জন নারী রয়েছেন।

সম্প্রতি অভিবাসীদের তুরস্ক হয়ে ইউরোপে ঢোকার চেষ্টা বেড়েছে। এতে তুরস্ক থেকে নৌকায় সাগর পাড়ি দিয়ে গ্রিসের বিভিন্ন দ্বীপে যাওয়ার চেষ্টা করেন তারা। তবে ছোট নৌকা ব্যবহার করায় সাগরে ডুবে অনেক অভিবাসীর মৃত্যু হয়েছে।