রোববার   ১৭ আগস্ট ২০২৫   ভাদ্র ১ ১৪৩২   ২২ সফর ১৪৪৭

এবার গ্রেফতার হলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী আব্বাসি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:১৭ এএম, ১৯ জুলাই ২০১৯ শুক্রবার

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি গ্রেফতারের কিছু দিন যেতে না যেতেই এবার গ্রেফতার হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি।

বৃহস্পতিবার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) দুর্নীতি মামলায় শহীদ খাকান আব্বাসিকে গ্রেফতার করা হয়। এর আগে গেল মাসে ভুয়া ব্যাংক হিসাবের মামলায় সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি গ্রেফতার হয়েছিলেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজ জানায়, দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টাবিলিটি ব্যুরোর (এনএবি) ১২ সদস্যের একটি দল আব্বাসিকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে কয়েক’শ রুপি দুর্নীতির অভিযোগ রয়েছে।

 

তিনি লাহোরে এক সংবাদ সম্মেলনে যাওয়ার পথে গ্রেফতার হন। পাকিস্তান মুসলিম লিগ-এন (পিএমএল-এন) এর নেতা আহসান ইকবাল ও দলটির মুখপাত্র মরিয়ম আরঙ্গজেবের সঙ্গে ওই সংবাদ সম্মেলনটি করার কথা ছিল তার।

অব্বাসিকে গ্রেফতারের বিষয়টি প্রথমে অস্বীকার করা হলেও পরে স্বীকার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে লাহোরের এনএবি হাজতে হস্তান্তর করা হয়েছে।

এনএবি এর রাওয়ালপিন্ডির উপপরিচালক আসাদ জানজুয়া বলেন, ব্যুরোর চেয়ারম্যান জাভেদ ইকবাল মুসলিম লিগ-এন এর আরও এক নেতা মিফতা ইসমাইলের বিরুদ্ধে গ্রাপ্তারি পরোয়ানায় সই করেছেন।

সাবেক এই প্রধানমন্ত্রীকে আজ তলব করেছিল এনএবি। কিন্তু তিনি এই তলবে হাজিরা দেননি। পরে তাঁকে গ্রেফতার করা হয়। আব্বাসি সংশ্লিষ্ট তদন্ত দল জানায়, সাবেক এই প্রধানমন্ত্রীকে সময় দেওয়া সত্ত্বেও ৭৫টি প্রশ্নের মধ্যে ২০টি প্রশ্নের জবাব দিয়েছেন। জবাবের জন্য অব্বাসি অব্যাহতভাবে সময় চেয়েই যাচ্ছিলেন।